Swargaram Plus LIVE: SIR আবহে একের পর এক মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি
ABP Ananda LIVE: পানিহাটি, টিটাগড় থেকে হুগলির ডানকুনি, SIR আবহে একের পর এক মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার মৃতদের পরিবারকে সাহায্য করতে টিম তৈরি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
'২২ ডিসেম্বর নতুন দল', জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক
ছাব্বিশের আগেই হুমায়ুন কবীরের নতুন দল? বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের। ২২ ডিসেম্বর নতুন দল, জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'নতুন দলের চেয়ারম্যান আমি, আগেই ঘোষণা করে দিলাম। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ২২ ডিসেম্বর। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে। হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জনসভা করব। এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই', হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের