Swargaram Plus LIVE: অনলাইনে প্রকাশিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। আন্দোলনরত শিক্ষকরা এখনও আশঙ্কায়
Swargaram Plus LIVE: অনলাইনে প্রকাশিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ SSC-র। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, গতকাল রাত ৯.৩০-র পর জানায় SSC। চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, রাত থেকেই অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। ক্লিক করার দীর্ঘসময় পর খুলছে ওয়েবসাইট। একসঙ্গে এতজন রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে কিছু সমস্যা হতে পারে, জানিয়েছে SSC।
'আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই', বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের
ছাব্বিশের আগেই হুমায়ুন কবীরের নতুন দল? বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের । ২২ ডিসেম্বর নতুন দল, জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । 'নতুন দলের চেয়ারম্যান আমি, আগেই ঘোষণা করে দিলাম'। 'অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ২২ ডিসেম্বর'। 'মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে'। 'হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন'। '২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জনসভা করব'। 'এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই'। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।