Swargorom PLUS : প্রতিবাদের নামে বেলডাঙায় অবাধে তাণ্ডব!এবিপি আনন্দও আক্রান্ত। Beldanga
ABP Ananda LIVE | পরপর দুদিন প্রতিবাদের নামে বেলডাঙায় বেলাগাম দুষ্কৃতীরাজ। রেহাই পেল না এবিপি আনন্দও। আর পুলিশ নীরব দর্শক। উল্টে সাংবাদিকদের সামলে যাওয়ার পরামর্শ দিলেন এসপি। মুর্শিদাবাদে যখন তাণ্ডব চলছে, তখন পাশের জেলা মালদা থেকে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। সংবিধান বাঁচাতে হবে , পাল্টা বার্তা মুখ্যমন্ত্রীর
আরও খবর...
প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। মোদিকে গঙ্গায় ছুড়ে ফেলে দেব, আক্রমণ তৃণমূল সাংসদের। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে তৃণমূলের মিছিল থেকে আক্রমণ। মোদিকে বেলাগাম আক্রমণ প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
একদিকে, বহরমপুরে ভোটের প্রচারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, ডোমকলে সভা হুমায়ুন কবীরের। প্রচার মঞ্চে ২ জনেরই টার্গেট অধীর চৌধুরী। ২ জনই আক্রমণ শানালেন, কংগ্রেসের প্রাক্তন সাংসদকে। পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও।