Swargorom Plus : ফের কমিশনের নির্দেশ অমান্য ? স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার
Swargorom Plus : ফের কমিশনের নির্দেশ অমান্য ? স্ক্যানারে বারুইপুর পূর্ব। SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগ । স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার। বারুইপুরের একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা, কমিশন সূত্রে খবর। কমিশনের নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগ। CEO মনোজ আগরওয়াল ও স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ। কী পদক্ষেপ নিয়েছেন BDO? খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। বারুইপুর পূর্বের ৯৪নং বুথে একাধিক ফর্মে BLO বদলের পরেও আগের BLO-র সই। বিরোধীদের আপত্তিতে BLO-র দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে। ৪ নভেম্বর এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ওই বুথেই BLO-র দায়িত্ব দেওয়া হয়। BLO বদলের পরেও ২৫ নভেম্বর সই করা ফর্মে পুরনো BLO-র সই ! কেন কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম সংগ্রহ ?অবজার্ভারের রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপের ভাবনা, কমিশন সূত্রে খবর। আগেই সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO ও AERO । ভোটার লিস্টে গরমিলের অভিযোগে সাসপেন্ড হন ERO ও AERO।