Swargorom Plus : দুর্যোগের দুদিন পরেও দুর্ভোগ। কোথাও আংশিক বিদ্যুৎহীন আবাসন, কোথাও বেসমেন্টে জলের তলায় গাড়ি। চরম দুর্ভোগে বাসিন্দারা।
ABP Ananda LIVE :দুর্যোগ, বিপর্যয় কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ও পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, স্বজনহারা পরিবারের সাফ কথা, তাঁদের যে ক্ষতি হয়ে গেল, তা কখনওই অর্থ সাহায্য় কিংবা চাকরি দিয়ে পূরণ করা যেতে পারে না!
দুর্যোগ কেড়ে নিয়েছে ১২ জন সহ নাগরিককে। খোলা তারের ছোবলে চলে গেছে প্রাণ! বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির দায় কার তা নিয়ে চলছে চাপানউতোর! রাজ্য় সরকার, কলকাতা পুরসভা, CESC - সবাই দায় ঝাড়তে ব্য়াস্ত। এই প্রেক্ষাপটে বুধবার, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ঘোষণা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
পরিবার পিছু চাকরিরও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার জন্য়, CESC কর্তৃপক্ষকেও অনুরোধ করেন মুখ্য়মন্ত্রী।