Swargorom Plus : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের। Sajal Ghosh
ABP Ananda LIVE :সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত বাধল। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুললেন, বিজেপি নেতা ও পুজোর উদ্য়োক্তা সজল ঘোষ। তাঁর অভিযোগ, পুজোর যে থিম, অপারেশন সিঁদুর, তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ।
যদিও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন, 'সবাই যাতে নিয়ম মেনে চলেন সেটা দেখা হচ্ছে। জনগণের সুরক্ষার জন্য কোনও কিছুর সঙ্গে আপস নয়। ক্রাউড ম্যানেজমেন্ট শুধু প্যান্ডেলভিত্তিক হয় না। কীভাবে প্যান্ডেলের প্রবেশ ও প্রস্থান হবে সব ক্লাবই জানে সেটা। একটা বিষয় সবাইকে বুঝতে হবে, যখন প্রচুর মানুষের ভিড় হচ্ছে। কোথাও যদি মানুষ ২-৩ মিনিট দাঁড়িয়ে যায় তখন একটা রিফেল এফেক্ট তৈরি হচ্ছে। হাইকোর্টেরও নিয়ম আছে, সেই মতোই ফলো করা হচ্ছে।'
পুলিশ কমিশনার এও বলেন, 'আমরা যতটুকু জানি, পাবলিক ভালভাবে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরছে, দেখছে। আমাদের শুধু একটাই চিন্তা থাকে, সেটাই সবথেকে জরুরি, পাবলিকের সেফটি। তার জন্য যা যা করতে হবে, পুলিশ করছে।'