Swargorom Plus : ভার্চুয়াল বৈঠকে অভিষেকের BLO-বার্তার পর, নিজেদের বিধানসভা এলাকায় BLA-2 দের ডেকে বৈঠকে ফিরহাদ হাকিম ও শশী পাঁজা
ABP Ananda LIVE : BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন! নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। নজরুল মঞ্চে BLO-দের বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের আধিকারিকরা। মঞ্চে উঠে চলল বিক্ষোভ। অন ডিউটি SIR, পর্যাপ্ত নিরাপত্তা, যেখানে হাজারের বেশি ভোটার, সেখানে সহকারী বিএলও নিয়োগ, এই তিন দাবি পূরণ না হলে কাজে যোগ দেবেন না তাঁরা। একথা জানিয়ে ডেপুটেশন দিলেন বিক্ষুব্ধ
শিক্ষক BLO-রা। কমিশন সূত্রে খবর, এই সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও আসেনি।
আরও খবর...
BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন ! নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা
BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন ! নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। নজরুল মঞ্চে BLO-দের বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের আধিকারিকরা। মঞ্চে উঠে চলল বিক্ষোভ। অন ডিউটি SIR, পর্যাপ্ত নিরাপত্তা, যেখানে হাজারের বেশি ভোটার, সেখানে সহকারী বিএলও নিয়োগ, এই তিন দাবি পূরণ না হলে কাজে যোগ দেবেন না তাঁরা। একথা জানিয়ে ডেপুটেশন দিলেন বিক্ষুব্ধ
শিক্ষক BLO-রা। কমিশন সূত্রে খবর, এই সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও আসেনি।