Swargorom Plus : বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, মমতার নিশানায় এবার দিল্লি পুলিশ
ABP Ananda LIVE :বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, দিল্লি পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে! যে ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা। এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী।'' তিনি আরও লিখেছেন, ''এই বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাই পথে নামুন। বাঙালিদের অপমান করতে এই ধরনের অসাংবিধানিক ভাষার ব্যবহার।''এবার বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা তকমা দেওয়ার অভিযোগ তৃণমূূলের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল, ক্ষমা চাওয়ার দাবি। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে ৮ জনকে গ্রেফতার পুলিশের। ধৃতদের থেকে উদ্ধার নথি, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পুলিশের। 'বাংলাদেশি' ভাষায় লেখা বলে চিঠিতে লিখেছে দিল্লি পুলিশ, অভিযোগ তৃণমূলের। দিল্লির লোধি কলোনি থানার পুলিশের চিঠি-সহ পোস্ট করে প্রতিবাদ তৃণমূলের। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূল কংগ্রেসের। 'বিজেপির বাঙালি হিংসার কি কোনও সীমা নেই? আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ। এটা ভুল নয়, বাংলা ও বাংলাভাষীদের পরিকল্পিত অপমান', সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল।