Firhad Hakim: 'কোনও মহিলাকে বলিনি, বিজেপিকে বলেছি', বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই ফিরহাদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Comment Controversy)। তাঁর ব্যাখ্যা, হেরে ভূত, হেরো মাল, বলতে চেয়েছেন বিজেপিকে। একইসঙ্গে নারীদের আমি মাতৃরূপে দেখেন বলেও মন্তব্য করেন। আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই আবহেই এবার সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেন তিনি। ফিরহাদ বলেন, "এখানে প্রার্থী দিয়ে দিলেন সন্দেশখালিতে। সে ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গিয়ে হেরো মাল কয়েকলক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করল। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না।''