TMC News:যখন দুর্নীতির কথা বলেছিলাম,তৃণমূলের ভাল লাগেনি।এখন দলের ২ নম্বর নেতা অভিযোগ করছেন:জহর সরকার
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: 'যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূলের ভাল লাগেনি। এখন তৃণমূলের ২ নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন'। সোশাল মিডিয়ায় পোস্ট জহর সরকারের।
সরকারকে ডেডলাইন দিয়ে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি । 'সোমবার কী হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার?' রাজ্য সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা। 'সরকারকে শেষ সুযোগ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি'। চেয়েছিলাম সুরক্ষা, পেলাম সাগর দত্তের ঘটনা: আন্দোলনকারী। 'পুলিশের সামনেই হামলা, আর জি কর করে দেব বলে হুমকি'। কাল বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক।