খড়গপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর গলায় জয় শ্রীরাম ধ্বনি, শাসক দলকে খোঁচা বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2019 04:48 PM (IST)
খড়গপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর গলায় জয় শ্রীরাম ধ্বনি!! গতকাল খড়গপুরের ১৩ নং ওয়ার্ডে নরকাসুর বধ অনুষ্ঠানে যান প্রদীপ সরকার। অনুষ্ঠান চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি দেন তিনি। এই নিয়ে তৃণমূল প্রার্থীকে খোঁচা দিয়েছে বিজেপি। জেলা বিজেপির কার্যকরী সভাপতি গৌতম ভট্টাচার্য বলেন, মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিলে মুখ্যমন্ত্রী বিরক্ত হন। তাঁদের পুলিশ দিয়ে হেনস্থা করা হয়। আর এখন ভোটে জেতার জন্য তৃণমূল প্রার্থীই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, প্রার্থী ও বিরোধীরা কী বলেছেন জানিনা। মুখ্যমন্ত্রীকে অসম্মান করার জন্য কিছু মানুষ কটুক্তি করেছিলেন। সেই সময় তিনি রুখে দাঁড়ান। বিজেপি রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। পাল্টা কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির