আইফা ২০১৬: একনজরে দেখে নিন সেরার শিরোপা পেলেন কারা...
এ বছর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে ১৭ তম আইফা অ্যাওয়ার্ড। কার মাথায় উঠল সেরার মুকুট? দেখে নিন একনজরে... সেরা ছবি: বজরঙ্গী ভাইজান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চট্টোপাধ্যায় (বাজিরাও মস্তানি)
সেরা নবাগত অভিনেতা: ভিকি কৌশল (মাসান)
সেরা লিরিক: বরুণ গ্রোভার (দম লাগা কে হাইসা ছবির মোহ মোহ কি ধাগে গানের জন্য)
সেরা নবাগত জুটি: সূরয পাঞ্চোলি ও আথিয়া শেঠ্ঠি (হিরো)
সেরা অভিনেতা: রণবীর সিংহ (বাজিরাও মস্তানি)
সেরা সহ অভিনেত্রী: প্রিয়ঙ্কা চোপড়া (বাজিরাও মস্তানি)
বিশেষ পুরস্কার: ওম্যান অফ দ্য ইয়ার- প্রিয়ঙ্কা চোপড়া
সেরা প্লেব্যাক গায়ক: পাপন (দম লাগা কে হাইসা ছবির মোহ মোহ কি ধাগে গানের জন্য)
সেরা প্লেব্যাক গায়িকা: মোনালি ঠাকুর (দম লাগা কে হাইসা ছবির মোহ মোহ কি ধাগে গানের জন্য)
সেরা গল্প, সেরা ডায়লগ: জুহি চতুর্বেদী (পিকু)
রণবীর কাপূর থেকে শুরু করে বলিউডে এক নম্বর হওয়ার জন্য ক্যাটরিনা ও দীপিকার লড়াই পুরানো। এবার সিনেমার কারণে দুই নায়িকার ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, আনন্দ এল রাইয়ের সিনেমা থেকে বাদ পড়ায় ঘটনায় খুশি নন দীপিকা। তিনি আনন্দ এল রাইয়ের ওপর ক্ষুব্ধ। তাঁর আশা ছিল, আনন্দ এল রাই হয়ত তাঁর সঙ্গে আরও একবার যোগাযোগ করবেন। কিন্তু এমনটা হয়নি।
শুধু তাই নয়, ‘তনু ওয়েডস মনু’ খ্যাত আনন্দ এল রাই-এর আগামী সিনেমা ‘ডয়ার্ফ’-এ ক্যাটরিনার কাছে জমি হারালেন দীপিকা। এই সিনেমা মূখ্য ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। আনন্দ এল রাই প্রথমে শাহরুখের বিপরীতে দীপিকাকে নেওয়ার কথাই ভেবেছিলেন। কিন্তু দীপিকার ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে তিনি সিদ্ধান্ত বদল করেন এবং ক্যাটরিনার সঙ্গে চুক্তি করেছেন।
সেরা কমিক চরিত্র: দীপক দবরিয়াল (তানু ওয়েডস্ মানু রিটার্নস্)
সেরা ভিলেনের চরিত্র: দর্শন কুমার (এনএইচ১০)
সেরা নবাগত অভিনেত্রী: ভূমি পড়নেকর (দম লাগা কে হাইসা)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -