মুম্বই: দেশজুড়ে সোনু সুদের নামে জয়জয়কার এই মুহূর্তে।  কেউ কেউ তো সোনুকে ফুল-মালা দিয়ে পুজোও করছেন। কিন্তু সোনুর নাম অপব্যবহার হচ্ছে, এমন অভিযোগও আসছে কোথাও-কোথাও  থেকে।
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য নানা ব্যবস্থা নিয়েছেন সোনু। কখনও বাসের ব্যবস্থা করে, কখনও চাটার্ড প্লেনে চাপিয়েই পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন সোনু সুদ।
সোনুর নাম করেই টাকা তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
সোনু তাঁর 'ঘর ভেজো আন্দোলন'-এর জন্য অন্য কারও সাহায্য নিচ্ছেন না। অনেকেই সোনুকে সাহায্য করতে চাইলেও অভিনেতা সোজাসুজি জানিয়ে দেন, যে যার সাধ্য অনুসারে পরিযায়ীদের সরাসরি সাহায্য করুন।
সম্প্রতি, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সোনু নজরে আসে, তাতে সোনুর নাম করে  মজদুর হেল্প ফান্ড-এ ইচ্ছেমতো অনুদান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এরপরই সোনু একটি পাল্টা ট্যুইট করে বলেন, এইসব ফাঁদে পা দেবেন না। সাবধান! কেউ তাঁর নাম করে টাকা চাইলে যেন পুলিশে খবর দেওয়া হয়।




প্রসঙ্গত উল্লেখ্য সোনু তাঁর বন্ধু নীতি গোয়েলের সঙ্গে #GharBhejo  উদ্যোগের মাধ্যমে সহস্রাধিক মানুষকে নিজের ঠিকানায় পৌঁছে দেন।