নয়াদিল্লি: গাছ রাতে অক্সিজেন দেয়! এমনই মন্তব্যের জন্য সোস্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রূপের নিশানায় ইমরান খান। পাকিস্তানি প্রধানমন্ত্রী ‘নতুন বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন’ বলে তাঁকে কটাক্ষ করেছেন অনেকে। নানা সরস মন্তব্যও ভেসে আসছে।
স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের আর্থিক সহায়তা সংক্রান্ত স্কলারশিপ প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানে ইমরানের ওই মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তাঁর কথা শুনে হাসি চেপে রাখার প্রাণান্তকর চেষ্টা করছেন দর্শকরা। তিনি বলছেন, দারখাত রাত মে অক্সিজেন দেতে হ্যায়!



ইমরান নিজেই সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে তাঁর ‘প্রবল বর্ষণের ফলেই বন্যা হয়’ মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন, তাই গাছ ও অক্সিজেন সংক্রান্ত বক্তব্যের সূত্রে এবার পাল্টা ট্রোলড হয়েছেন। জিও টিভি তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে, বিলাবল ‘জব বারিশ হোতা হ্যায় তো পানি আতা হ্যায়’-একথা বলেছেন দুনিয়াব্যাপী বৈজ্ঞানিকদের চমকে দিয়েছে।
ইমরানের মন্তব্যের জন্য অনেকে তাঁকে মনে করিয়ে দিয়েছেন, অন্যকে নিয়ে তাচ্ছিল্য, কটাক্ষ করার আগে বিজ্ঞান সম্পর্কে নিজের জ্ঞান ঝালিয়ে নেওয়া উচিত তাঁর। অনেকে বলেছেন, কী করে একজন অক্সফোর্ডের স্নাতক হয়ে এমন কথা বলতে পারলেন, কেউ কেউ ইমরানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন।

তাঁদের প্রতিক্রিয়াগুলি দেখুনঃ