অনুরাগীদের রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি। কেবল শুভেচ্ছা নয়, বর্ণনা করেছেন রামের মাহাত্ম্যও। সেই ভিডিওতেই তিনি জানিয়েছেন নিজের পুরোনো জীবনের কথা। তিনি বলেছেন, কেরিয়ারের শুরুর দিকে তাঁর সিগারেট খাওয়ার নেশা ছিল। 'ও লমহে' ছবিটি শ্যুট করতে গিয়ে নিজের চরিত্রের জন্য সিগারেট খাওয়া শিখতে হয়েছিল তাঁকে। এরপর বন্ধুদের থেকে একটা দুটো করে সিগারেট খেতে খেতে একরকম নেশা হয়ে যায় তাঁর।তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর। সেই সময় চেন স্মোকার হয়ে গিয়েছিলেন তিনি। দিনে ১০-১২ টা সিগারেট খেয়ে ফেলতেন। একটা সময় এমন হয় যে বাবা-মা-র সামনে সিগারেট খেতে পারতেন না বলে বাড়ির জানলা দিয়ে লাফ দিয়ে পালাতেন তিনি। ৬-৭ মাসের শ্যুটিং-এর পর সবার বারবার সতর্ক করায় ধীরে ধীরে সিগারেট খাওয়া ছেড়ে দেন তিনি। সেসময় তাঁকে সাহায্য করেছিল নিজের মনের জোর।
এর আগে নিজের জীবনের বিভিন্ন ওঠাপড়ার গল্প শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে অভিনয় করবেন বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে মাদকাসক্ত ও হয়ে পড়েন। সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার গল্প বলেন কঙ্গনা।
আগামী দিনে জয়ললিতার বায়োপিক থালাইভি-তে মুখ্য ভুমিকায় দেখা যাবে কঙ্গনাকে।