ছবিতে দেখুন: কলকাতাও এখন পিঙ্ক সিটি, ইডেনে গোলাপি বলে ঐতিহাসিক টেস্টের জন্য নতুন সাজে তিলোত্তমা
ম্যাচের সূচনা করছেন মমতা-হাসিনা। হাজির সৌরভও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোলাপি আলোয় ঝলমল করছে হাওড়া ব্রিজ।
এই ঘন্টা বাজিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচের সূচনা করেন মমতা বন্দ্যেপাধ্যায় ও শেখ হাসিনা।
ক্রিকেটের নন্দনকাননে পিঙ্ক বল টেস্ট খেলতে নামল ভারত-বাংলাদেশ। সেই উপলক্ষ্যে নতুন সাজে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স সহ গোটা কলকাতা। আর সেই সাজের রঙ- গোলাপি।
রঙের ছোঁয়া মিষ্টিতেও। ফেলু মোদকের তরফ থেকে বানানো হয়েছে গোলাপি বলের মতো দেখতে মিষ্টি।
ফেলু মোদকের বানানো এই মিষ্টির ছবি টুইটারে পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। সব ছবি সৌজন্যে- সিএবি।
ময়দানের মেসারার্স ক্লাব চত্বর সাজানো হয়েছে গোলাপি আলোয়।
ছবি আঁকছেন শিল্পীরা।
ক্লাব হাউজ ও সংলগ্ন চত্বরের দেওয়াল সেজে রঙে। হাতে এঁকে তুলে ধরা হয়েছে খেলার বিভিন্ন মুহূর্তকে।
গঙ্গাবক্ষে গোলাপি বার্জ।
উড়ছে গোলাপি ফানুস।
ম্যাসকট পিঙ্কু-টিঙ্কুর সঙ্গে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আজ ইডেনে অতিথিদের চাঁদের হাট। এসেছেন রাজনীতি, চলচ্চিত্র ও ক্রীড়া জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।
রূপোর এই কয়েন স্মারক হিসাবে তুলে দেওয়া হবে অতিথিদের হাতে
টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ
এই সোনার কয়েনেই টস হল ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টের।
দ্য ৪২ বিল্ডিং-এর মাথায় শোভা পাচ্ছে গোলাপি আলো।
কলকাতার বিগ বেন সেজে উঠেছে গোলাপি আভায়।
সিএবি-র লোগো।
বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো
তুলে ধরা হয় বোর্ড প্রেসিডেন্টের কর্মজীবনের বিভিন্ন মুহূর্তকে
দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরও কিছু ছবি।
টাটা সেন্টারের দেওয়ালে স্ক্রিন লাগিয়ে প্রোজেক্টর দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ছবি। ছবিটি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
এই ছবি কলকাতার দ্য ৪২ বিল্ডিং-এর আর তার পাশের টাটা সেন্টারের। গোলাপি সাজে সেজে উঠেছে কলকাতার অন্যতম প্রতীকী দুটো বিল্ডিং।
ইডেনের বাইরের গোলাপি ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -