আবরামের প্রশংসা করে ছবি পোস্ট করলেন তিনি। গলায় মেডেল, পরনে তাইকোন্ডর পোশাক, তাঁকে দেখে মুগ্ধ নেটিজেনরা। সন্তানরা যাতে আরও-আরও পুরষ্কার পেয়ে তাঁকে ছাপিয়ে যায়, সেই ইচ্ছেপ্রকাশ করেন কিং খান। আপাতত অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’-এর প্রযোজনায় ব্যস্ত শাহরুখ। শোনা যাচ্ছে, শাহরুখের রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার কথাও। আবরাম জিতল সোনার মেডেল, 'গর্বিত' শাহরুখ ট্যুইটারে লিখলেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2020 12:32 PM (IST)
আবরামের প্রশংসা করে ছবি পোস্ট করলেন তিনি। গলায় মেডেল, পরনে তাইকোন্ডর পোশাক, তাঁকে দেখে মুগ্ধ নেটিজেনরা। সন্তানরা যাতে আরও-আরও পুরষ্কার পেয়ে তাঁকে আরও ছাপিয়ে যায়, সেই ইচ্ছেপ্রকাশ করেন কিং খান।
মুম্বই: কখনও অভিনয় করে চমকে দিচ্ছে সকলকে, কখনও আবার ক্যামেরার সামনে জবরদস্ত পোজ দিয়ে। সবসময়ই লাইমলাইটে থাকে কিং খানের কনিষ্ঠ পুত্র আবরাম। পারিবারিক ট্র্যাডিশন বজায় রেখে আবরাম এবার ক্যারিশ্মা দেখাল তাইকোন্ডতে। প্রতিযোগিতায় সোনার মেডেল পেল সে। এর আগে সুহানা ও আরিয়ানও তাইকোন্ড-তে মুন্সিয়ানা দেখিয়েছে। এবার দাদা-দিদির ঘরানা বজায় রাখল আবরাম। শাহরুখ ছোট ছেলের ক্যারিশ্মায় এককথায় আপ্লুত।