নয়াদিল্লি: রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খেলার জগতের তারকারা। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ঘটনার সমালোচনায় সরব হয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও। যদিও হামলার নেপথ্যে মূল অভিযোগ উঠেছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধেই।

রবিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে হামলা চালায় জেএনইউয়ে। হস্টেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ এবং এমনকী, শিক্ষকদের কয়েকজনকেও। যে ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দেশজুড়ে। পিছিয়ে নেই খেলার ময়দানের কৃতীরাও।

প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গম্ভীর ট্যুইট করেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঢুকে এরকম মারধরের ঘটনা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, পড়ুয়াদের কখনওই নিশানা বানানো চলে না। যে সমস্ত গুণ্ডা বিশ্ববিদ্যালয়ে ঢোকার দুঃসাহস দেখিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’




এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ইরফান পাঠান। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। ইরফানের মতে, এরকম ঘটনা ন্যক্কারজনক।



টেনিস তারকা রোহন বোপন্নাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। হিংসার নেপথ্যে যারা, তাদের কঠোর শাস্তি চেয়েছেন ফরাসি ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন টেনিস তারকা।



ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা ট্যুইট করেছেন, ‘কী হচ্ছেটা কী! এরপরেও আমরা চুপ থাকব? আমাদের দেশের পড়ুয়াদের সঙ্গে এটা হচ্ছে দেখেও?’ আর একটি ট্যুইটে জ্বালা লিখেছেন, ‘কেন অপরাধীদের ধরে শাস্তি দেওয়া হচ্ছে না! আমরা ক্রীড়াবিদ হিসাবে দেশের প্রতিনিধিত্ব করি আর এখন সেই দেশের পড়ুয়াদের মার খেতে হচ্ছে এবং গুণ্ডাদের ছেড়ে দেওয়া হচ্ছে। দেশের সমস্ত মহান খেলোয়াড়দের আবেদন করছি, আমাদের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান। ওরাই আমাদের ভবিষ্যৎ।’










ক্রিকেটার মনোজ তিওয়ারি ট্যুইট করেছেন, ‘জেএনইউয়ের ছবি প্রবল অস্বস্তিকর। আহত সকলকে সমবেদনা জানাই’।

Disturbing scenes at JNU campus. Thought are wit the ones who all got injured #JNUAttack