ওয়াশিংটন: ‘মেয়েদের নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবা উচিত নয়। আপনি কোথায় জন্মেছেন, আপনার কি ঐতিহ্য সেটা প্রয়োজনীয় নয়, আমার মনে হয় যদি কেউ কঠিন পরিশ্রম করে, আমেরিকা তাকে লক্ষ্যে পৌঁছানোর সুযোগ দেয়। কেবল প্রয়োজন প্রতিনিয়ত না থেমে গিয়ে নিজের কাজ করে যাওয়া।’ কথাগুলি ‘পেপসিকো’ সংস্থার প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইন্দ্রা নুয়ির।

রবিবার একটি জাতীয় পোর্ট্রেট গ্যালারিতে এসে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বক্তব্য রাখেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইন্দ্রা নুয়ি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশেল ওবামা, হিলারি ক্লিনটন ও আরও অনেকে।

ইন্দ্রা নুয়িই হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যাঁর প্রতিকৃতি ওই গ্যালারিতে স্থান পেয়েছে। এদিন তিনি বলেন, একজন ব্যবসায়ীক প্রধান হিসাবে গ্যালারিতে আমার পোর্ট্রেট স্থান পেয়েছে। আমেরিকা কেবলই পরিশ্রমকে সন্মান জানায়। এই গ্যালারিতে মহিলাদের পরিশ্রম, লড়াই ও কৃতিত্বের ঘটনাকে তুলে ধরা হয়।

প্রথমবার তাঁর এই গ্যালারি দেখার অভিজ্ঞতাও ভাগ করে নেন ইন্দ্রা। বলেন, অন্যান্য সব ছবির মধ্যে তাঁকে মুগ্ধ করেছিল সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির ছবি।

বক্তব্যের শেষে তিনি বলেন, এই পোর্ট্রেট গ্যালারিতে স্থির প্রতিকৃতিতে যে সব গল্প বলা আছে তা চলচ্চিত্রের মতোই চিত্তাকর্ষক কিন্তু সমস্ত সত্য ঘটনা। এই মঞ্চ থেকে ব্যবসায়ীদের উন্নতির পদক্ষেপ নেওয়ারও ডাক দেন ইন্দ্রা নুয়ি।