অরুণ জেটলির আজ শেষকৃত্য, শেষ দর্শনের জন্য বিজেপির সদর দফতরে শায়িত মরদেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
25 Aug 2019 11:13 AM
বিজেপি সদর দফতরের পথে অরুণ জেটলির মরদেহ।
প্রেক্ষাপট
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির আজ শেষকৃত্য। সকাল ১০টা পর্যন্ত দিল্লিতে তাঁর কৈলাস কলোনির বাসভবনে শায়িত থাকবে মৃতদেহ। ১১টার সময় নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। শেষ দর্শনের জন্য সেখানেই বেলা দেড়টা পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। এরপর বিজেপির সদর দফতর থেকে শেষযাত্রা শুরু হবে। দুপুর আড়াইটেয় নিগমবোধ ঘাটে হবে শেষকৃত্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -