সাড়ে তিন কোটির ফেরারিতে ১৬০ কিলোমিটার গতিতে রেস করার সময় জাতীয় সড়কে দুর্ঘটনা, হাওড়ার সলপে মৃত ১, আহত আরও ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2018 05:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিলাসবহূল গাড়ি নিয়ে রেস করার সময় মারাত্মক দুর্ঘটনা। ১৬০ কিলোমিটার গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা সাড়ে তিন কোটির ফেরারির। মৃত্যু চালকের।আশঙ্কাজনক অবস্থায় আরোহী তরুণী। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার সলপের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি রবিবার সকালের দিকে সলপ থেকে দুরন্ত গতিতে কোলাঘাট পর্যন্ত যায় ফেরারি, বিএমডব্লু, মার্সিডিজ, পোরসের মতো বেশকিছু বিলাসবহূল গাড়ি। বিকেলের দিকে আবার রেস করতে করতেই ফেরে গাড়িগুলি। একই সময়ে রেস করে বেশকিছু দামী বাইকও। দুর্ঘটনাগ্রস্ত ফেরারিটিকে বাজেয়াপ্ত করে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হয়