সীমান্তে লাগাতার পাকিস্তানের গুলি, পাল্টা গুলিতে মৃত্যু ১৫ পাক রেঞ্জার, দাবি বিএসএফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2016 03:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জম্মু-কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। বিএসএফের পাল্টা গুলিতে এক পাক রেঞ্জার্সের মৃত্যু। আহত আরও এক। কাঠুয়ার ওপারে পাকিস্তানের শক্কড়গড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। সেনা-বিএসএফের গুলিতে পাক-রেঞ্জার্সের ছাউনি ধ্বংস। আজ সকালে রাজৌরির নৌসেরা ও সুন্দরবনি এবং আখনুরের পাল্লানওয়ালা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে জম্মুর কাঠুয়া সেক্টরে বিএসএফের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ও মর্টার ছুড়তে শুরু করে পাক রেঞ্জার্স। পরে হীরানগর ও সাম্বা সেক্টরেও পাক গোলাবর্ষণ শুরু হয়। পাক গোলায় আহত হয় এক বালিকা। বিএসএফের পাল্টা জবাবে এরপর পিছু হঠতে বাধ্য হয় পাক রেঞ্জার্স।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in