ডুয়ার্সে উদ্ধার গণ্ডারের খড়্গ, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2017 05:30 PM (IST)
জলপাইগুড়ির ডুয়ার্স এলাকা থেকে উদ্ধার গণ্ডারের খড়্গ, গ্রেফতার তিন পাচারকারী। ধৃতদের আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে ধূপঝোরা এলাকার একটি রিসর্টে হানা দেয় মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও ফালাকাটা সশস্ত্র সীমাবলের জওয়ানারা। রিসর্ট থেকে উদ্ধার হয় গণ্ডারের একটি খড়গ। বন দফতর সূত্রে খবর, ৫০০ গ্রাম ওজনের খড়গটির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকারও বেশি। সেটি ভুটান থাকে চিনে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা মালদা, আলিপুরদুয়ারের মাদারিহাট ও জলপাইগুড়ির বাতাবাড়ি এলাকার বাসিন্দা।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in