উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত একই পরিবারের ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2018 12:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হাওড়ার উলুবেড়িয়া থানার খলিসানি রথতলায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। আহত একই পরিবারের ৬ জন। গতকাল রাতে সোয়া ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া থেকে রামরাজাতলায় যাওয়ার পথে, রাস্তার ধারে সিমেন্টের স্ল্যাবে ধাক্কা মারে গাড়িটি। আহত হন চালকসহ ৬ জন। উলুবেড়িয়া থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায়, গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য বাম্প এবং সিমেন্টের স্ল্যাব তৈরি করা হয়েছে। গাড়ির গতি বেশি থাকায়, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।