Malda News: মালদায় তৃণমূল নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি
ABP Ananda LIVE: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার আরও ২। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি। ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি। মালদায় তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে ৭ । ২০২২: পুরভোটে ভাই-সহ আক্রান্ত হন নরেন্দ্রনাথ। দুলাল-গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সেই শত্রুতার জেরেই খুন দুলাল সরকার? এখনও ফেরার আরও ২ অন্যতম অভিযুক্ত।
বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে BSF !
বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনে-দুপুরে হামলার মুখে BSF। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। তখন তাদের ওপর চড়াও হয়। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি।
ঘটনাটি ঘটে ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকায়। দুইজন বিএসএফ জওয়ান টহলদারি অবস্থায় ছিলেন। এবং সেই সময় বাংলাদেশের পাচারকারীরা,ওপার বাংলার দিকে যাচ্ছিল। এবং সেই সময় তাঁদেরকে আটক করার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। এবং তাঁরা উল্টো চ্যালেঞ্জ জানায় বিএসএফ জওয়ানদের। এবং সীমান্তের কাঁটাতার টপকে বাংলাদেশের দিকে যেতে শুরু করে। এবং তাঁদেরকে ধাওয়া করা শুরু করে বিএসএফ এর দুই জওয়ান।