কল্যাণীতে হাসপাতালে শিশু বদলের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2017 12:48 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সরকারি হাসপাতালের পর এবার নার্সিংহোমে শিশু বদলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। কাঠগড়ায় জয়মালা নার্সিংহোম। ৫ মে নার্সিংহোমে ভর্তি হন উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা মৌসুমী ঘোষ। পরিবারের দাবি, নার্সিংহোমের তরফে পুত্রসন্তানের জন্মের কথা জানানো হয়। এরপর অসুস্থ হওয়ার কথা বলে সদ্যোজাতকে পাঠানো হয় আইসিইউ-তে। অভিযোগ, ৮ মে, ছুটির সময় প্রসূতির হাতে তুলে দেওয়া কন্যাসন্তান। অথচ ডিসচার্জ সার্টিফিকেটে পুত্রসন্তান লেখা ছিল। এনিয়ে প্রশ্ন তুললে, ডিসচার্জ সার্টিফিকেট বদলে ফের কন্যাসন্তান লিখে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কল্যাণী থানায় শিশু-বদলের অভিযোগ দায়ের করে প্রসূতির পরিবার। পলাতক নার্সিংহোমের মালিক।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in