পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে বিরাট, রোহিতরা বাজিমাত করবেই, দাবি রাহানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2019 01:15 PM (IST)
সাউদাম্পটন চেনা মাঠ। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে বিরাট, রোহিতরা বাজিমাত করবেনই, দৃঢ় বিশ্বাস ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্ক রাহানের। বললেন, শুরুটা ভাল হওয়া দরকার। ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। ভারসাম্য ভাল। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগই ভাল। অভিজ্ঞতায় ভরপুর। পরিবেশকে যত দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব হবে, তত ভাল। প্রথম দিকে বল একটু মুভ করে। ফলে সাবধানে খেলতে হবে।