‘রাজ্যপালের কাছে গিয়ে আমি অব্যাহতি চাইব’, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ যাদবপুর উপাচার্য সুরঞ্জন দাসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2018 09:26 PM (IST)
পদত্যাগের ইচ্ছাপ্রকাশ যাদবপুর উপাচার্য সুরঞ্জন দাসের, বললেন, আজকের সিদ্ধান্তের সঙ্গে সহমত নই। সহ উপাচার্যও সিদ্ধান্তের সঙ্গে সহমত নন। এভাবে বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। রাজ্যপালের কাছে গিয়ে আমি অব্যাহতি চাইব। অব্যাহতি চাইবেন সহ উপাচার্যও।