যাদবপুরে ফিরল প্রবেশিকা: এবিপি আনন্দর প্রতিনিধির মুখ থেকে শুনে নেব পুরো ঘটনাক্রম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2018 09:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছাত্র-শিক্ষক আন্দোলনে যাদবপুরে ‘ফিরল’ স্বাধিকার। চাপের মুখে শেষপর্যন্ত যাদবপুরে ফিরল প্রবেশিকা। ছাত্র আন্দোলনের মুখে পিছু হটল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের দাবিতেই শেষপর্যন্ত কর্মসমিতির সিলমোহর। ৫০:৫০ ফর্মুলায় যাদবপুরে প্রবেশিকা প্রত্যাবর্তন। ভর্তি প্রক্রিয়ার জন্য তৈরি হচ্ছে অ্যাডমিশন কমিটি। কর্মসমিতির ২৭ জুনের সিদ্ধান্তই বহাল। খারিজ কর্মসমিতির ৪ জুলাইয়ের সিদ্ধান্ত। প্রবেশিকার মাধ্যমেই কলা বিভাগে ভর্তি। ছাত্র-শিক্ষক আন্দোলনের জয়, প্রবেশিকার প্রত্যাবর্তন। প্রবেশিকা ফেরানোর দাবিতে অনশনে বসেন পড়ুয়ারা। ভর্তি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে কলা বিভাগ। শিক্ষামন্ত্রীর ইচ্ছের উল্টো পথে হেঁটেই বহাল প্রবেশিকা। জয় ছাত্রদের লাগাতার আন্দোলনের।