পুলওয়ামায় হামলার দু’দিন পরই পেশ হয়েছিল প্রত্যাঘাতের পরিকল্পনা, খবর সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2019 01:39 PM (IST)
মঙ্গলবার শেষ রাতে আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সেই জইশ ই মহম্মদেরই কোমর ভেঙে দিল ভারতীয় বায়ুসেনা। তা-ও একেবারে পাকিস্তানে ঢুকে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ছিন্নভিন্ন হয়ে যান ৪০ জন ভারতীয় জওয়ান। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, তখন থেকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের ছক কষা শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, পুলওয়ামায় হামলার দু’দিন পর অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের পরিকল্পনা পেশ করেন ভারতের এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া।