ভারত-পাক সম্পর্কের আঁচ এবার টেনিস কোর্টে, ডেভিস কাপে টাই ঘিরে অনিশ্চয়তা
souravp@abpnews.in | 08 Aug 2019 04:07 PM (IST)
ভারত-পাক সম্পর্কের আঁচ এবার টেনিস কোর্টে। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টাই ঘিরে অনিশ্চয়তা। ১৪ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে দু’দিনের টাই হওয়ার কথা। ৩৭০ ধারা বিলোপের পর দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্ভূত টানাপোড়েনের দরুণ পাকিস্তানে বোপান্নাদের খেলতে যেতে মানা করল স্বরাষ্ট্রমন্ত্রক। তৃতীয় কোনও দেশে খেলার ব্যাপারে আন্তর্জাতিক টেনিস সংস্থার কাছে আবেদন জানানোর পথে ভারত।