আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাজারে আত্মপ্রকাশ আইফোন টেন, এইট, এইট প্লাসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2017 11:30 AM (IST)
১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাজারে নতুন ৩টি আইফোন আনল অ্যাপল। আইফোন টেন, আইফোন এইট এবং আইফোন এইট প্লাস নামের ওই তিনটি ফোনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৫.৮ ইঞ্চি স্ক্রিন ও সুপার রেটিনা ডিসপ্লের আইফোন টেনকে সুরক্ষিত করতে ফেসিয়াল রেকগনিশান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৩টি ফোনেই শক্তিশালী প্রসেসার এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম রয়েছে। ৩রা নভেম্বর মার্কিন মুলুকে আসছে আইফোন টেন। তার দাম ৯৯৯ ডলার। অন্যদিকে এই মাসের শেষেই আমেরিকার ক্রেতারা সংগ্রহ করতে পারবেন আইফোন এইট এবং আইফোন এইট প্লাস। এই দু’টি ফোনের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৭৯৯ ডলার।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in