প্রয়াত সচিন তেন্ডুলকরের কোচ রমাকান্ত আচরেকর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jan 2019 10:27 AM (IST)
প্রয়াত সচিন তেন্ডুলকরের কোচ রমাকান্ত আচরেকর। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রমাকান্তের হাতেই ক্রিকেটে হাতেখড়ি, বরাবর তাঁকে গুরু মেনে এসেছেন সচিন। কেরিয়ারের যাবতীয় রেকর্ড, মাইলস্টোনের কৃতিত্বও দিয়েছেন আচরেকরকে। সচিন ছাড়াও বিনোদ কাম্বলি, প্রবীণ আমরেদের কোচিং করিয়েছেন আচরেকর। পদ্মশ্রী ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয় তাঁকে।