ক্রাইস্টচার্চে দুই মসজিদে সেনার পোশাকে এলোপাথাড়ি গুলি, প্রাণে বাঁচলেন বাংলাদেশি ক্রিকেটাররা, নিহত ৪৯, গ্রেফতার ৪, সফর বাতিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2019 09:27 PM (IST)
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি হামলা। স্থানীয় সূত্রে খবর, দুটি মসজিদে ঢুকে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, হামলায় এখনও পর্যন্ত পাওয়া খবরে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩জন পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা। প্রার্থনার জন্য একটি মসজিদে ছিলেন তাঁরা। প্রত্যেক ক্রিকেটারই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় মাঝপথেই বাতিল হল টাইগারদের কিউই সফর। দেশে ফিরে আসছেন ক্রিকেটাররা। ফলে বাতিল হয়ে গেল তৃতীয় টেস্ট। এদিকে, হামলার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ইতিমধ্যেই চার হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের সমস্ত স্কুল। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ঘটনার পর নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর।