বিষ্ণুপুরে বাস উল্টে দুর্ঘটনা,মৃত ১,আহত ২৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2017 11:57 AM (IST)
বাঁকুড়ার বিষ্ণুপুরে বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১। আহত ২৮। বুধবার সোনামুখিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে বাসে চড়ে তালড্যাংরায় ফিরছিলেন শতাধিক তৃণমূলকর্মী। রাত সাড়ে ৯টা নাগাদ বিষ্ণুপুরে রেলগেট পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তৃণমূলকর্মীর। আহতদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV http://www.abpananda.abplive.in