পুলওয়ামাকাণ্ডের পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে বিসিসিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2019 11:09 AM (IST)
পুলওয়ামাকাণ্ডের পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে বিসিসিআই। ক্রীড়া, বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলবে বিসিসিআই-এর দায়িত্বে থাকা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে আইসিসি-কে কিছু জানানো হবে কিনা। পুলওয়ামাকাণ্ডের পর বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠছে, ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের। তার প্রেক্ষিতেই বিসিসিআই-এর এই বৈঠক।