পয়লা বৈশাখে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত হল ‘মঙ্গল শোভাযাত্রা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2018 05:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ বৈশাখের আকাশে নতুন বছরের সূর্য৷ বাংলার নতুন বছর৷ বাঙালির নতুন বছর- ১৪২৫৷ নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উত্সবের মেজাজ। ওপার বাংলার অনুকরণে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত হল ‘মঙ্গল শোভাযাত্রা’৷ আলপনা দেওয়া রাস্তা। হাতে পুতুল, মুখে মুখোশ। পরনে নতুন শাড়ি, পাঞ্জাবি৷ আনন্দের হৈ-হুল্লোড়৷ মঙ্গল কামনায় পায়ে পা মেলানো৷