মধ্যমগ্রামে সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার আরোহীর মৃত্যুর, জনরোষ থেকে বাঁচতে বাড়ির কার্নিশে আশ্রয় অভিযুক্তদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 04:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার চালকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। ট্রাফিক কিয়স্ক লক্ষ্য করে ক্ষিপ্ত এলাকাবাসীর ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফের লাঠিচার্জ। সকাল ১১টা নাগাদ সৌমেন দেবনাথ নামে এক ব্যবসায়ী স্কুটারে করে চৌমাথার দিকে যাচ্ছিলেন। মাথায় হেলমেট না থাকায় এক সিভিক ভলান্টিয়ার তাঁকে আটকান। ওই সময় সৌমেনের থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, এই নিয়ে বচসা শুরু হলে সিভিক ভলান্টিয়ারকে তিনি মারধর করেন। এর পরই কর্তব্যরত আর দুই সিভিক ভলান্টিয়ার ছুটে এসে তাঁর উপর চড়াও হয়। পরে সৌমেনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে।জনরোষ থেকে বাঁচতে পাশের বাড়ির কার্নিশে ঝুলতে থাকেন সিভিক ভলান্টিয়াররা। জনতা মারধর করলে একজন সিভিক ভলান্টিয়ারকেও হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সৌমেন রায়।ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সৌমেন রায়।ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।