শেষমুহূর্তে আইএফএ সচিব নির্বাচন থেকে সরলেন বিশ্বরূপ দে, সুব্রত দত্তকে আক্রমণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2019 12:36 AM (IST)
আইএফএ-তে সচিব পদে নির্বাচনে চূড়ান্ত নাটক। একেবারে শেষমূহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিশ্বরূপ দে। সরে আসার পর নাম না করে আইএফএফএ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তকে আক্রমণ বিশ্বরূপের। উনি কে, পাল্টা মন্তব্য সুব্রত-র।