‘দিশাহীন বাজেট, লক্ষ্যই লাইনচ্যুত’, দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেটকে কটাক্ষ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2019 09:00 PM (IST)
‘পরিবহণ, বাজার থেকে হেঁসেল, প্রভাব পড়বে সব জায়গায়। ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ, এটাই ভোটের পুরস্কার।’ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেটকে কটাক্ষ মমতার। তিনি বলেন, দিশাহীন বাজেট, লক্ষ্যই লাইনচ্যুত। শুধু সেস নয়, পেট্রোল-ডিজেলে বিশেষ অন্তঃশুল্ক। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে দাম বাড়বে জিনিসের। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা।