ইছাপুরে মোমের প্রলেপ দেওয়া আপেল বিক্রির অভিযোগে গ্রেফতার ফল ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2017 02:18 PM (IST)
উত্তর ২৪ পরগনার ইছাপুরে মোমের প্রলেপ দেওয়া আপেল বিক্রির অভিযোগে গ্রেফতার ফল ব্যবসায়ী। ধৃতের নাম দীপক হালদার। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ব্যারাকপুর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক ও কর্মীরা ওই এলাকায় তল্লাশি চালান। তল্লাশিতে ১০ কেজি মোমের প্রলেপ দেওয়া আপেল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, কলকাতার মেছুয়াবাজার থেকে এই আপেল নিয়ে এসেছিলেন বলে জেরায় স্বীকার করেছেন অভিযুক্ত।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in