‘সবাই নাকি চোর, সবার বিরুদ্ধে সিবিআই লাগাচ্ছে, সিপিএম ছাড়া কাউকে ছাড়েনি’, বিজেপিকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2019 07:09 PM (IST)
‘সবাই নাকি চোর, সবার বিরুদ্ধে সিবিআই লাগাচ্ছে। সিপিএম ছাড়া কাউকে ছাড়েনি।’ বিজেপিকে আক্রমণ মমতার
বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। কোথায় যাবেন, কী করবেন, বুঝে উঠতে পারছে না বহু মানুষ। জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এখন এই ছবি অসমজুড়ে। আগাগোড়া এই জাতীয় নাগরিকপঞ্জীর বিরোধিতা করে আসছে তৃণমূল। এবার সেই ইস্যুতে প্রথমবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে আজ পথে নামে তৃণমূল। কলকাতায় মিছিলের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশ নেন। সেখানে তিনি এনআরসি থেকে শুরু করে ধর্ম ইস্যু নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন।