রাহুলের শতরানে স্বস্তি বিরাটের, বিপক্ষকে হুঙ্কার চাহলের, ব্যাটিং-এ জোর দিচ্ছেন ভুবনেশ্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2019 09:43 AM (IST)
রাহুল রান পাওয়ায় চার নম্বর নিয়ে স্বস্তিতে বিরাট। ‘বিপক্ষ ব্যাটসম্যানেরা আমাদের ভিডিও দেখলে আমরাও ওদের ভিডিও দেখেছি। ওদেরও ভুল-ত্রুটি জানি’, হুঙ্কার চাহলের। ব্যাটিংয়ে জোর ভুবির।