বিক্রম কি অক্ষত? কীভাবে যোগাযোগ সম্ভব? একাধিক সম্ভাবনার কথা জানালেন জ্যোতির্বাজ্ঞানী সোমক রায়চৌধুরী
souravp@abpnews.in
Updated at:
08 Sep 2019 03:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
চন্দ্রপৃষ্ঠে খোঁজ মিলল বিক্রমের। অরবিটারের ক্যামেরায় ধরা পড়েছে ল্যান্ডার বিক্রমের সাদা-কালো ছবি। জানাল ইসরো। অপটিক্যাল ইমেজ ধরা পড়লেও, বিক্রমের থেকে কোনও বেতার সংযোগ মিলছে না। তাই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।