মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় ফের ভেটো দিল চিন, বেজিংয়ের পদক্ষেপ হতাশাজনক, প্রতিক্রিয়া ভারতীয় বিদেশ মন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2019 11:42 AM (IST)
মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় ফের ভেটো দিল চিন। এনিয়ে চারবার চিনের আপত্তিতে জইশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। বেজিংয়ের পদক্ষেপ হতাশাজনক, প্রতিক্রিয়া ভারতীয় বিদেশ মন্ত্রকের। এই সিদ্ধান্ত শান্তির পরিপন্থী, মত আমেরিকার। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। সেই হামলার দায় নেয় মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদ। এরপরই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব দেয়। মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার বিষয়টি নিয়ে গত ১০ বছর ধরে ভারত সওয়াল করে আসছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে। কিন্তু প্রতিবারই চিনের আপত্তিতে খারিজ হয়েছে প্রস্তাব।