নদিয়ায় বন্ধুর শোকে ‘আত্মঘাতী’ দ্বাদশ শ্রেণির ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2017 04:18 PM (IST)
মেধাবী বন্ধুর শোকে নদিয়ার হরিণঘাটায় আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র। ডায়েরিতে লেখা সুইসাইড নোটে আইআইএসইআরের ছাত্র সাগর মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ। সাগরের শোকেই আত্মঘাতী, দাবি পরিবারের। অভিযোগ, রবিবার বাড়িতেই বিষ খায় ফতেপুর উচ্চমাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিত্র ঢালি। গতকাল রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, একই এলাকায় থাকার সুবাদে পড়াশোনার ব্যাপারে সৌমিত্রকে সাহায্য করতেন আইআইএসইআরের মেধাবী ছাত্র সাগর। ১ মে আইআইএসইআরের হস্টেল থেকে সাগরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই মনমরা ছিল সৌমিত্র। তার জেরেই আত্মহত্যা, বলে দাবি পরিবারের।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in