গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে, বাংলায় একজনও নয়, মোদীকে পাল্টা মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2018 01:20 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা: মেদিনীপুরের সভায় তোলা প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তাঁর দাবি, গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। এ রাজ্যে একজন কৃষকের আত্মহত্যার ঘটনাও ঘটেনি। কৃষকদের পাশে সবথেকে বেশি দাঁড়িয়েছে এই সরকার। বন্যার কারণে জমি নষ্ট হওয়ার জন্য খাজনা মকুব থেকে শুরু করে নানা অনুদান দেওয়া, সবই করেছে রাজ্য সরকার। মেদিনীপুরে যেখানে সভা করেছিলেন প্রধানমন্ত্রী, ৯ অগাস্ট সেখানেই পাল্টা সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তার আগেই চড়া সুরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অসত্য তথ্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার।