Tiger Fear: বারবার ডেরা পাল্টাচ্ছে যমুনা, এখন কোথায় বাঘিনীর অবস্থান? কী জানাল বন দফতর?

Continues below advertisement

ABP ANANDA LIVE: ৫ দিন পর ডেরা বদলে বান্দোয়ান থেকে মানবাজারে এল বাঘিনী। টোপ-সহ খাঁচা পেতে রয়্যাল বেঙ্গল টাইগারকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে বনদফতর। তৈরি রাখা হয়েছে ঘুমপাড়ানি গুলিও। রেডিও কলারের সিগনাল অনুযায়ী নজর রাখা হচ্ছে বাঘিনীর গতিবিধির ওপর। বন দফতর সূত্রে জানা গেছে বারবার ডেরা বদল করছে বাঘিনী। এখন বাঁকুড়ার জঙ্গলে অবস্থান করছে যমুনা। 

 

 

শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, "প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ তৈরির জন্য আজ সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের কাছ থেকে অনুরোধ এসেছিল। মন্ত্রিসভার বৈঠকের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খড়গে এবং মনমোহন সিংহের পরিবারকে জানিয়ে দেন যে, স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। আপাতত শেষকৃত্য এবং অন্যান্য নিয়মকানুন সম্পূর্ণ করা যেতে পারে। কারণ কমিটি তৈরি করতে হবে, বরাদ্দ করতে হবে জায়গা।" (Manmohan Singh Dies)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram