কেউ বাধা হলে রেয়াত নয়, শিল্প সম্মেলনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 11:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শিল্পে কেউ বাধা হলে রেয়াত নয়। ছাড় নয় দলের কাউকেও। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মিত্তল-অম্বানিদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন রাজ্যের শিল্পবান্ধব ছবি। আহ্বান জানালেন বিনিয়োগের। লগ্নির প্রতিশ্রুতি অম্বানি থেকে জিন্দলদের।