২০১৯-এ ক্ষমতায় আসবে কংগ্রেস, জন আক্রোশ র্যালিতে রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2018 02:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নয়াদিল্লি: এ বছর কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে। আজ জন আক্রোশ র্যালিতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে এই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, ‘এই সমাবেশের নাম জন আক্রোশ র্যালি। আমি এখন যেখানেই যাই, লোকজনকে প্রশ্ন করি, আপনারা কি খুশি? তাঁরা জবাব দেন, না। মোদী সরকারের কাজে কেউ খুশি নন। গত ৭০ বছর ধরে কংগ্রেস দেশকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু বর্তমান সরকার মিথ্যা প্রচার করছে। নীরব মোদী দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী চুপ করে আছেন। তিনি কাঠুয়া, উন্নাওয়ের ঘটনা নিয়েও মুখ খোলেননি। কোনও এজেন্ডা ছাড়াই চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডোকলাম প্রসঙ্গে কোনও কথাই বলেননি। একাধিক ইস্যুতে মোদী সরকারের উপর দেশবাসীর রাগ বাড়ছে। এই ৪ বছরে কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি মোদী সরকার। হাজার আবেদন সত্ত্বেও মুকুব হয়নি কৃষকদের ঋণ। ২০১৯-এ ক্ষমতা দেখাবে কংগ্রেস।’
মোদী সরকারকে আক্রমণ করে রাহুল আরও বলেছেন, ‘মোদী যা বলেন, সেটা সত্যি কি না মানুষকে খতিয়ে দেখতে হয়। মোদীজি বলেন, ৭০ বছরে কংগ্রেস কিছুই করেনি। ৬০ মাসে তিনি কী করেছেন? বেকারত্ব, মহিলাদের উপর অত্যাচার বেড়েছে, অসংগঠিত ক্ষেত্র শেষ হয়ে গিয়েছে, চিনের সামনে দাঁড়াতে পারছেন না তিনি।’ জিএসটি, নোট বাতিল নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি।
এই সমাবেশে রাহুল ছাড়াও মোদী সরকারকে আক্রমণ করেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সনিয়া বলেছেন, ‘মোদীজি বলেছিলেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। কিন্তু দুর্নীতি বেড়েছে। দেশে মিথ্যা ও অন্যায়ের শাসন চলছে। যে মোদী সরকারের বিরুদ্ধে কথা বলে, তার উপরেই আক্রমণ নেমে আসে। এই সরকার জন-বিরোধী।’
মোদী সরকারকে আক্রমণ করে রাহুল আরও বলেছেন, ‘মোদী যা বলেন, সেটা সত্যি কি না মানুষকে খতিয়ে দেখতে হয়। মোদীজি বলেন, ৭০ বছরে কংগ্রেস কিছুই করেনি। ৬০ মাসে তিনি কী করেছেন? বেকারত্ব, মহিলাদের উপর অত্যাচার বেড়েছে, অসংগঠিত ক্ষেত্র শেষ হয়ে গিয়েছে, চিনের সামনে দাঁড়াতে পারছেন না তিনি।’ জিএসটি, নোট বাতিল নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি।
এই সমাবেশে রাহুল ছাড়াও মোদী সরকারকে আক্রমণ করেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সনিয়া বলেছেন, ‘মোদীজি বলেছিলেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। কিন্তু দুর্নীতি বেড়েছে। দেশে মিথ্যা ও অন্যায়ের শাসন চলছে। যে মোদী সরকারের বিরুদ্ধে কথা বলে, তার উপরেই আক্রমণ নেমে আসে। এই সরকার জন-বিরোধী।’